Sunday, March 1, 2015

Filled Under: , , , , , ,

Lyrics of Manbo na ft Fuad from Natok Chinigura Prem 2015

Watch Full Song
গানঃ মানবো না।
নাটকঃ চিনিগুড়া প্রেম।
কম্পোজারঃ ফুয়াদ আল মুক্তাদির।
অভিনয়েঃ তাহসান খান, জেনি, শাহ্‌তাজ
গল্পঃ রিয়াজুল আলাম শাওন
স্ক্রিনপ্লে এবং ডিরেকশনঃ গোলাম কিবরিয়া ফারুকী।
জোছনা রাত রোদেলা দুপুরে
অথবা ঘুমের ঘোরে
কাছে আসার কল্পনায় থাকো যত দূরে
সব কিছু আজ লাগছে ভাল, রাতেও আকাশে আলো
আমি যেদিকে যাই যেখানে তাকাই
ভাবছি তোমাকে আরও
কাছে এসে হাতটি ধরে
ভালবাস চোখটা বুঝে।

মানবনা আমি মানি না
কোনও শাসন বারণ
চাই তোমাকে চাই এখুনি
কারন অকারণ।।

মেঘলা দিন আর ব্যস্ত শহর
অচেনা মুখের ভিড়ে
তোমার চোখে তোমার হাসিতে আমি আসি ফিরে

সব কিছু আজ লাগছে ভাল রাতেও আকাশে আলো
আমি যেদিকে যাই যেখানে তাকাই
ভাবছি তোমাকে আরও
কাছে এসে হাতটি ধরে
ভালবাস চোখটা বুঝে
মানবনা আমি মানি না
কোনও শাসন বারণ
চাই তোমাকে চাই এখুনি
কারন অকারণ।।




3 comments: