Watch Full Song |
গানঃ মানবো না।
নাটকঃ চিনিগুড়া প্রেম।
কম্পোজারঃ ফুয়াদ আল মুক্তাদির।
অভিনয়েঃ তাহসান খান, জেনি, শাহ্তাজ
গল্পঃ রিয়াজুল আলাম শাওন
জোছনা রাত রোদেলা দুপুরে
অথবা ঘুমের ঘোরে
কাছে আসার কল্পনায় থাকো যত দূরে
সব কিছু আজ লাগছে ভাল, রাতেও আকাশে আলো
আমি যেদিকে যাই যেখানে তাকাই
ভাবছি তোমাকে আরও
কাছে এসে হাতটি ধরে
ভালবাস চোখটা বুঝে।
মানবনা আমি মানি না
কোনও শাসন বারণ
চাই তোমাকে চাই এখুনি
কারন অকারণ।।
মেঘলা দিন আর ব্যস্ত শহর
অচেনা মুখের ভিড়ে
তোমার চোখে তোমার হাসিতে আমি আসি ফিরে
সব কিছু আজ লাগছে ভাল রাতেও আকাশে আলো
আমি যেদিকে যাই যেখানে তাকাই
ভাবছি তোমাকে আরও
কাছে এসে হাতটি ধরে
ভালবাস চোখটা বুঝে
মানবনা আমি মানি না
কোনও শাসন বারণ
চাই তোমাকে চাই এখুনি
Tahsan is the best male singer of Bangladesh and his Romantic Bangla Song & Lyrics are so so awesome. Love you tahsan
ReplyDeletewow
ReplyDeleteপ্রিয় গান
ReplyDelete